বিদ্যালয়ের পরিচিতি

হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন হাউজিং এর মূল নকশায় বিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে প্রায় ০১ একর জায়গার উপর এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ২০০০ ইং সনে প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম ১০ আসনের মাননীয় সাংসদ জনাব আফছারুল আমিন বিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতীকী মূল্যে বিদ্যালয়ের নামে জমি বরাদ্দ, বিদ্যালয়ের স্বীকৃতি, ০১টি চারতলা ভবন, ০১টি ছয়তলা ভবন, শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপিত হয়। ২০১০ সালে বিদ্যালয়ের একাডেমিক স্বীকৃতিলাভ এবং ২০১৯ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। উত্তর হালিশহরের উপকূলীয় এলাকার জেলে ও বৃহত্তর কৃষক জনগোষ্ঠীর সন্তানরা বিশেষ করে অনগ্রসর মেয়েরা এই বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থী এই বিদ্যালয়ে অধ্যয়ন করছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম। যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস সমূহ উদযাপিত হয় এবং জাতীয় দিবসে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাধূলার জন্য রয়েছে প্রতিষ্ঠানটিতে সুপ্রসস্থ ও সুপরিকল্পিত খেলার মাঠ। ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় ক্রীড়ায় অংশগ্রহণ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষার জন্য শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব রয়েছে। দক্ষ ও শিক্ষাবান্ধব ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে একদল পরিশ্রমী, নিষ্ঠাবান, অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত আত্মনিবেদিত শিক্ষকমন্ডলীর দ্বারা সুন্দর ও নিরাপদ পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প, সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা-নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে। আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি - শীঘ্রই আমাদের প্রতিষ্ঠানটি এলাকার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।