বিদ্যালয়ের পরিচিতি

হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় চট্টগাম মহানগরীর হালিশহর থানাধীন হাউজিং এর মূল নকশায় বিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে প্রায় ০১ একর জায়গার উপর এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ২০০০ ইং সনে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের উন্নত অব-কাঠামোতে রয়েছে মোট ০৪টি ভবন। ০১টি ০৬ তলা ভবন , ১টি ০৪ তলা ভবন , ১টি ০৩ তলা ভবন এবং ১টি টিনশেড ভবন, সুপ্রসস্থ খেলার মাঠ , আইসিটিডি ডিজিটাল ল্যাব , সুসজ্জিত গ্রন্থাগার , বিজ্ঞানাগার , ২০ টি সুসজ্জিত শ্রেণিকক্ষ । বর্তমানে বিদ্যালয়ে ২০ জন শিক্ষক ও ১১ জন কর্মচারী কর্মরত আছেন। আট শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে অধ্যয়ন করছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস সমূহ উদযাপন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, কম্পিউটার প্রশিক্ষণের সুব্যবস্থা। স্কাউট , গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের এর দেড় শতাধিক সদস্য। দক্ষ ও শিক্ষাবান্ধব ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-মন্ডলীর দ্বারা সুন্দর ও নিরাপদ পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে। শৃংঙ্খলা, নিরাপত্তা, প্রগতিশীল চিন্তা চেতনা ও মূল্যবোধের বিকাশকে ধারণ করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে