সভাপতির বাণী
শিক্ষা জাতির মেরুদন্ড এবং শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো - শিক্ষার্থীর আচরণের কাঙ্খিত পরিবর্তনের মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে তাকে দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষক-মন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। অত্র এলাকার বিপুল জনগোষ্ঠির সন্তানদের সুশিক্ষা , আর্থ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশের লক্ষে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কালের পরিক্রমায় এই প্রতিষ্ঠানটি প্রায় দুই যুগ পেরিয়ে শিক্ষার্থীদের শিক্ষার মৌলিক চাহিদা পূরণ করে চলেছে এবং সর্বশ্রেণির মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম কুড়িয়ে চলেছে। এই প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে এক ঝাঁক মেধাবী ও নিবেদিত শিক্ষক-মন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট চালু করতে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ধরে রাখিবার জন্য শিক্ষক-মন্ডলী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
মোশারফ হোসেন
সভাপতি
হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়
Total Visitors:
Current Users: